বাসন্তী: জাস্ট রাইট চিলড্রেন এরপক্ষ থেকে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে১০০ দিনের অভিযানের কাজ শুরু করলেন স্কুল ছাত্রী।
বাসন্তী জাস্ট রাইট চিলড্রেন এর পক্ষ থেকে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে ১০০ দিনের অভিযানের কাজ শুরু করলেন স্কুল ছাত্রীরা মশাল জ্বালিয়ে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে একটি পথসভা করেন। বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ ঋতু ভগত হাই স্কুলের মাঠে ৩ মিনিট নাগাদ এলাকা সকল স্কুলছাত্রীরাএবং স্কুলের শিক্ষিকারা l মশাল জ্বালিয়ে বাল্যবিবাহ মুক্ত ভারতের লক্ষ্যে এগিয়ে। স্কুলের মাঠে পথ মিছিল করলো স্কুল ছাত্রীরা এবং শিক্ষিকারা।