ইলামবাজার বলাইকৃষ্ণ রায় স্মৃতি বালিকা বিদ্যালয় রজত জয়ন্তী বর্ষ 2025 মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে উদযাপিত হয় দুপুর দুটো নাগাদ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে এই বলাইকৃষ্ণ রায় স্মৃতি বালিকা বিদ্যালয় রজত জয়ন্তী বর্ষ ২০২৫ উদযাপিত হয়।প্রথমেই চন্দনের ফোঁটা ও পুষ্প স্তবক দিয়ে সম্মাননা জানানো হয়।উপস্থিত এছাড়াও শিক্ষক,শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।