বর্ধমান ১: রমরমিয়ে চলছে গাঁজা হিরোইন বিক্রি এমনই অভিযোগ উঠে এলো শহর বর্ধমানের পাঞ্জাবি পাড়া মাঠপাড়া এলাকায়
রমরমিয়ে চলছে গাঁজা হিরোইন বিক্রি এমনই অভিযোগ উঠে এলো শহর বর্ধমানের পাঞ্জাবি পাড়া, মাঠপাড়া এলাকায়।পাঞ্জাবি পাড়া এলাকার বহু যুবক থেকে শুরু করে এলাকার অনেক মানুষজন অভিযোগ করছেন দীর্ঘদিন যাবৎ পাঞ্জাবি পাড়া, মাঠপাড়া এলাকায় একটি বাড়ির সদস্যরা দীর্ঘদিন ধরে গাঁজা ও হিরোইন বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সামনেই আছে স্কুল আর সেই স্কুলের সামনেই মাঠ, সেই মাঠের ওপার থেকে ছেলেদের কাছে সাপ্লাই করা হয় গাঁজা হিরোইন এমনি অভিযোগ করছেন এলাকার মানুষজন।