পটাশপুর ২: পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকের বাইক চুরি,কাঁথি থানায় অভিযোগ দায়ের, প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ
কাঁথি পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র ইউপিএইচসি ক্যাম্পাস থেকে স্বাস্থ্য আধিকারিক ডক্টর অনুতোষ পট্টনায়কের হিরো সুপার স্প্লেন্ডার বাইক গতকাল চোর চুরি করে চম্পট দেয় | যা রেজিস্ট্রি নম্বর WB/32/AB1157এই ঘটনায় ডাক্তারবাবু থানায় অভিযোগ দায়ের করেছেন তার সিসিটিভি ফুটেজ এলো প্রকাশ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।