হেমতাবাদ: লোকো শিল্পীদের নিয়ে SIR এর প্রচার শুরু হেমতাবাদে
SIR এর ফ্রম ফিলাপে গতী আনতে এবারে লোকো শিল্পীদের নিয়ে হেমতাবাদ ব্লক প্রশাসন গান বেধে প্রচার কর্মসূচি শুরু করল। হেমতাবাদে এই ভ্রাম্যমাণ শিবিরের উদ্বোধন করাহয়। উপস্থিত ছিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ অন্যরা।