মেমারি ১: মেমারিতে ডাইনি অপবাদ, আতঙ্কে আছেন মহিলা
আদিবাসীদের মধ্যে ডাইনি অপবাদ একটি গুরুতর সামাজিক সমস্যা, যা প্রায়শই শারীরিক নির্যাতন, মারধর, ঘরছাড়া করা এবং হত্যাও করা হয় ডাইনি অপবাদ দিয়ে। এই অপবাদ সাধারণত কোনও দুর্ঘটনা, অসুস্থতা বা মৃত্যুর পর কুসংস্কার থেকে উদ্ভূত হয়, যেখানে গ্রামের প্রভাবশালী কোনও ব্যক্তি, বিশেষত মহিলাকে দায়ী করে। এর ফলে ভুক্তভোগী ও তাদের পরিবারকে অনেক সময় সমাজ থেকে বিচ্ছিন্ন হতে হয়। এমনই এক ঘটনার শিকার হতে হয় মেমারি থানা এলাকার এক আদিবাসী মহিলা।