গাজোল: ১ নং হরিদাস গ্রাম আকন্দা স্বাস্থ্যকেন্দ্রে ভ্রাম্যমান চিকিৎসা যান থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা পেলেন গ্রামবাসীরা
Gazole, Maldah | Nov 29, 2025 গাজোলের হরিদাস গ্রামে ভ্রাম্যমান চিকিৎসা যান থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা পেলেন গ্রামবাসীরা। শনিবার বিকেল তিনটে নাগাদ গাজোল–১ গ্রাম পঞ্চায়েতের আকন্দা সুস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় একটি মেডিকেল ক্যাম্প।গাজোল মেডিকেল কলেজের বক্ষ রোগ বিশেষজ্ঞ ডা. তানবির আহমেদ জানান, মোবাইল মেডিকেল ইউনিটের পক্ষ থেকে সুগার, প্রেশার, সহ বিভিন্ন রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে এবং রিপোর্ট অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ জ্বর, সর্দি–কাশি থেকে শুরু করে অন