কুমারগ্রাম: বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উত্তর হলদিবাড়িতে বসল সোলার লাইট, উদ্বোধন করলেন বিধায়ক
রবিবার কুমারগ্রাম ব্লকের উত্তর হলদিবাড়ি এলাকায় একটি সোলার লাইটের উদ্বোধন করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। জানা গিয়েছে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প তহবিলের ৭ লাখ ৩৫ হাজার ৮৩৮ টাকা ব্যয়ে ওই লাইটটি বসানো হয়েছে। নতুন সোলার লাইট বসায় খুশি উত্তর হলদিবাড়ির বাসিন্দারা। বিধায়ক বলেন, 'স্থানীয়দের দাবি মতো এখানে লাইটটি বসানো হয়েছে।'