রায়গঞ্জ: পশ্চিম বাংলায় শিল্প বলতে কিছুই নেই, উত্তর দিনাজপুর জেলাও শিল্পে বঞ্চিত, জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ BJP র
পশ্চিম বাংলায় শিল্প বলতে কিছুই নেই, উত্তর দিনাজপুর জেলাও শিল্পে বঞ্চিত, জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ BJP র। শুক্রবার দুপুরে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন BJP র রাজ্য মুখপাত্র রাজর্ষী লাহেড়ি, জেলা সভাপতি নিমাই কবিরাজ, প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য নেতৃত্বরা। চপ, ঘুগনী, মুড়ি সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর বানিজ্য সম্মেলনকে কড়া ভাষায় কটাক্ষ করেন BJP র রাজ্যের মুখপাত্র। এদিনের সাংবাদিক সম্মেলন শুরু করেন BJP র জেলা সভাপতি