বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের।ঘটনাটি ঘটে সোমবার বিকেলে খানাকুলের তিলোকচক এলাকায়।মৃতর নাম প্রসূন ঘোষাল(২১)বাড়ি আসোনপুরে।জানা গেছে,বাইক চালিয়ে খানাকুল থেকে পুরশুড়ার দিকে যাচ্ছিলেন যুবক।তিলোকচকে একটি সেতুর উপর উল্টো দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান।বাইকটি সেতুর গার্ডওয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়।সেই সময় বাসের চাকা যুবকের মাথার উপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।পুলিশ দেহ উদ্ধার করে।