জেলার ১৫ টি বিধানসভার মধ্যে সবথেকে বেশি খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে খড়গপুর সদর এলাকার। তারপরই রয়েছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের নাম। এই কেন্দ্র থেকে বাদ গিয়েছে ২৩৫১৪ জন ভোটারের নাম। তবে খড়্গপুরে বাদ গিয়েছে ৪৪ হাজার পাঁচজন ভোটারের নাম। বড় অংকের নাম বাদ যাওয়া নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।