ইটাহার: ইটাহারের রানীপুরে অবস্থিত ড. মেঘনাদ সাহা কলেজের রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে ৪ দিন ব্যাপী একাধিক অনুষ্ঠানের সূচনা
কলেজের২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হল ইটাহারে। রবিবার রানীপুর এলাকায় অবস্থিত ড. মেঘনাদ সাহা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের MLA মোশারফ হুসেন। আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে একাধিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন, কলকাতার M.P বিড়লা তারামণ্ডলের প্রাক্তণ ডিরেক্টর তথা মহাকাশ বিজ্ঞানী ড. দেবীপ্রসাদ দুয়ারী, উপাধ্যক্ষ ড. মুকুন্দ মিশ্র, BDO দিব্যেন্দু সরকার সহ অন্য অধ্যাপক অধ্যাপিকা ও বিশিষ্ট জনেরা।