জৈনদের ধর্ম গুরুকে নিয়ে বাজার পরিক্রমা করলো জৈন সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের বেলদা জৈন সম্প্রদায়ের মানুষজনদের ধর্মগুরুকে নিয়ে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বেলদা শহর পরিক্রমা করা। এদিন বেলদা কালী মন্দির এর কাছ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে গোটা বেলদা শহর পরিক্রমা করে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বেলদা এলাকার সকল জৈন সম্প্রদায়ের মানুষজন।