হাবড়া ২: নাবালিকা অপহরণ মামলায় গ্রেপ্তার এক দম্পতি
মধ্যমগ্রাম এলাকার এক দম্পতিকে গ্রেফতার করে সোমবার বারাসাত আদালতে পাঠালো অশোকনগর থানার পুলিশ, এক তরুনীর আদালতের জবানবন্দীর ভিত্তিতে জানা গেছে ওই দম্পতি হোটেলের নাচ করানো অবৈধ কাজ করার জন্য তাদের নিয়ে গেছিল, গোটা ঘটনার তদন্তে অশোকনগর থানা