প্রণয় ঘটিত জটিলতায় এক যুবতীর আত্মঘাতী হওয়ার অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের মাকড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবতীর নাম অদিতি হালদার, বয়েস আনুমানিক ১৮ বছর, বাড়ি রায়গঞ্জের মাকড়া এলাকায়। পরিবার সুত্রে জানা গেছে, যুবতীর এক যুবকের সাথে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। সেই সম্পর্কে জটিলতা সৃষ্টি হওয়ায় শনিবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সেই যুবতী।