মা বাবা গিয়েছিল মাঠে বাড়ির পাশে একাই খেলা করছিল বছর দুয়েকের শিশু হঠাৎই বাড়ির পাশে থাকা একটি ডোবার মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত ঐ শিশুর নাম আমিত হাঁসদা (২) বাড়ি অকালপৌষ পঞ্চায়েতের বাইতি পাড়া এলাকায়। জানা গিয়েছে এদিন মঙ্গলবার সকালে খেলা করতে গিয়ে আচমকাই ওই শিশু পাশে ডোবা তে পড়ে যায় তাকে উদ্ধার করে নিয়ে আসে প্রতিবেশীরা। কালনা হসপিটাল চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে।