শীতলকুচি: সোনার চালুন এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল
শুক্রবার শীতলকুচি ব্লকের খলিসামারি অঞ্চলের অন্তর্গত সোনারচালুন গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের।জানা গিয়েছে মৃতের নাম দিনেশ বর্মন বয়স ৩৮ বছর। এদিন ওই ব্যক্তির বাড়ির পিছনের একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শীতলকুচি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান দেহটি ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।