SIR সংক্রান্ত হেয়ারিং এ প্রশাসনিক প্রদর্শতা নগ্ন চিত্র সামনে এলো কৃষ্ণনগর সিএমএস স্কুলে। প্রচন্ড শীতকে উপেক্ষা করে হেয়ারিংয়ে হাজির হলেও অব্যবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হলেন বৃদ্ধ-বৃদ্ধারা। হার কাঁপানো ঠান্ডার মধ্যেও ন্যূনতম মানবিক ব্যবস্থার অভাবে প্রবীণ নাগরিকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। কৃষ্ণনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বহু বৃদ্ধ-বৃদ্ধা লাঠির ভর দিয়ে কারো আবার হাঁটা চলার ক্ষমতা প্রায় নেই।