গঙ্গাজলঘাটি: গঙ্গাজলঘাটি ব্লক 1 তৃণমূল কংগ্রেসের তরফে বাংলার ভোট রক্ষা শিবিরের মধ্য দিয়েS.I.R.সহায়তা কেন্দ্র খোলা হল গঙ্গাজলঘাটিতে
বৃহস্পতিবার আনুমানিক সকাল দশটা থেকে বিকেল তিনটা বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার গঙ্গাজলঘাটি ব্লক 1 তৃণমূল কংগ্রেসের তরফে বাংলার ভোট রক্ষা শিবিরের মধ্য দিয়ে S.I.R. সহায়তা কেন্দ্র খোলা হল গঙ্গাজলঘাটিতে। উপস্থিত ব্লক সভাপতি দেবদাস বাজপাই, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা INTTUC সভাপতি প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা