পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জানামুখী প্রকল্পের অন্যতম পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সাফল্য সহ বিভিন্ন দিক তুলে ধরার উদ্দেশ্যে মাইকিংস সহ আজ এপ্রিল সুসজ্জিত ট্যাবলর চলার সূচনা হলো পুরুলিয়া দু নম্বর ব্লকের । পতাকা নেড়ে যাত্রার সূচনা করেন পুরুলিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং পঞ্চায়েত সমিতির খাদ্য বিভাগের কর্মাধক্ষা ।