ইটাহার: SIR-কে কেন্দ্র করে BLO অ্যাপে ইনিউমারেশন ফ্রম নথীভূক্ত করতে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ইটাহার BDO অফিস প্রাঙ্গণে
SIR-কে কেন্দ্র করে BLO অ্যাপে ইনিউমারেশন ফ্রম অনলাইনে নথীভূক্ত করতে প্রশিক্ষণ কর্মশালা শুরু হল ইটাহারে। রবিবার ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিস প্রাঙ্গণে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন ব্লকের ১২ টির মধ্যে ৬টি গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিক BLO-কে প্রশিক্ষণ দেন জেলা নির্বাচন কমিশনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক (ইলেকশন) আজমাল হোসেন, BDO দিব্যেন্দু সরকার, জয়েন্ট BDO দিলবার হোসেন সহ অন্যরা।