বর্ধমান ২: দলের নির্দেশে জৌগ্রাম ও আবুঝাটি এলাকায় এস আই আর নিয়ে পরিদর্শনে আসলেন জেলা সভাপতির তৃণমূলের
দলের নির্দেশ মেনে জৌগ্রাম ও আবুজহাটি এলাকায় এসআইআর নিয়ে পরিদর্শনে আছেন জেলা সভাপতির তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ জামালপুর বিধানসভার বিধায়ক। এছাড়াও দলীয় সকল নেতৃত্বরা উপস্থিত থাকে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি বছর ভোট রক্ষা শিবির কেন্দ্রটিও পরিদর্শন করেন বলে জানা গিয়েছে।