রাত পোহালেই স্বামীজি আদর্শ মেলা বাঘমুন্ডিতে আগামী ১২ই জানুয়ারি ও ১৩ই জানুয়ারি দুই দিবসীয় বিরাট স্বামীজি আদর্শ মেলা আয়োজিত হবে বাগমুন্ডির ছাতাটাড় ময়দানে। দ্বিতীয়তম এই বর্ষে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। রাত পোহালেই এই মেলার শুভ উদ্বোধন হবে। তার পূর্বে রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ শেষ পর্বের চূড়ান্ত প্রস্তুতি বৈঠক আয়োজিত হল। বিশেষ বার্তা দিলেন জাতীয় শিক্ষক তথা মানভূম প্রতিভা জাগৃতি আখড়ার সভাপতি নিবারণ চন্দ্র মা