"অর্থের টানে চৌধুরীহাট স্কুলে সাইকেল চুরি করেছি" - ধরা পড়তেই সংবাদ মাধ্যমে দাবি যুবকের। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ সংবাদ মাধ্যমে এমনটাই দাবি করে ওই যুবক। প্রসঙ্গত এদিন গীতালদহের এক যুবক চৌধুরী হাট বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের বাইরে সারিবদ্ধভাবে রাখা ছাত্র ছাত্রীদের সাইকেল গুলি থেকে এক সাইকেল চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে। পরবর্তীতে নয়ারহাট ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। চুরি করতে গিয়ে ধরা পড়তেই যুবকের সাফাই শুনলে অবাক হবেন।