কালনা থানার অন্তর্গত পিন্ডিরা এলাকায় মানসিক অবসাদ থেকে বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম রানুপদ মল্লিক। তার বাড়ি পিন্ডিরা এলাকায়। গত পরশুদিন তিনি বিষ খেয়ে নেন, গতকাল আজ শুক্রবার হল কালনা হসপিটালে ময়নাতদন্ত।
পূর্বস্থলী ১: পিন্ডিরা এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি - Purbasthali 1 News