পূর্ব মেদিনীপুর জেলার ময়নার আরংকেয়ারানা গ্রামে তেওয়ারি মোড়ে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটে গতকাল গভীর রাতে এর মধ্যে দুটি মিষ্টি দোকান ও একটি জুতোর দোকান বেশ কিছু জিনিসপত্র মিষ্টি কেক জুতো টাকা পয়সা নিয়ে চোর সম্পদ দেয়, আজ সকালে দোকানদাররা এসে দেখেন তাদের দোকানে তালাভাঙ্গা দোকানের জিনিসপত্র এলোমেলো ক্যাশ বাক্স খোলা এই ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল ছাড়াই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে |