এসইউসিআই এর কৃষক সংগঠন এ আই কে কে এম এস এর মেদিনীপুর ব্লক পশ্চিম এর সম্মেলনের আয়োজন হলো বুধবার দুপুরে। জঙ্গলমহল এলাকার পুরুষ ও মহিলাদের একত্রিত করে মিছিল সহযোগে ধেড়ুয়া কমিউনিটি হলে এই সম্মেলন সভার আয়োজন করা হয়। কৃষক স্বার্থসম্মলিত বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে এই সম্মেলন সভা থেকে।