দুর্গাপুর স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল হকারের। মৃত হকারের নাম মহাদেব প্রামানিক(৬০) শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে তার বাড়ি। তিনি ট্রেনের মধ্যেই হকারি করতেন।জানা গেছে গতকাল দুর্গাপুর আরপিএফ এর মাধ্যমে খবর পায় যে তিনি ট্রেন থেকে পড়ে গেছেন এবং তাকে দুর্গাপুর বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন খবর পেয়ে দুর্গাপুর বিধান নগর হাসপাতাল থেকে তাকে রেফার করে শুক্রবার সকাল ছটায় Bmch নিয়ে আসলে সেখানেই তার আজ সকালে মৃত্যু হয়