রাজ্যের পাড়া বদলের পর পশ্চিমবঙ্গে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ১৫ বছরে তৃণমূলের সরকারের আমলে। লক্ষীর ভান্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী সহ একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের ঘরে ঘরে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন পৌঁছে গিয়েছেন। সাধারণ মানুষকে তা জানান দেওয়ার জন্য রাজ্যজুড়ে তৃণমূলের উদ্যোগে পালিত হচ্ছে উন্নয়নের পাঁচালী নামের কর্মসূচি। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরে উন্নয়নের পাঁচালী কে সামনে রেখে বাইক মিছিল সংঘটিত হয়।