অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে আটক বালি বোঝাই টোটো। গ্রেফতার করা হয়েছে তিন টোটো চালককে। ধৃত তিন টোটো চালককে আজ দুপুরে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। গতকাল মফসল থানার পুলিশ তাদের আটক করে।
পুরুলিয়া ২: অবৈধভাবে বালী বোঝাই করে নিয়ে যাওয়ার পথে আটক তিনটি টোটো গ্রেপ্তার তিন ধৃতদের আদালতে তোলা হলো - Purulia 2 News