আলিপুরদুয়ার ১: চিলাপাতায় ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত এক কোচবিহারের যুবক,আহত দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে
পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। আহত হয়েছে দুজন।রবিবার রাত আটটা নাগাদ এই ঘটনা আলিপুরদুয়ার -১ ব্লকের চিলাপাতা মনের মানুষ পিকনিক স্পট সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় কোচবিহারের ওই মৃত ও আহত ব্যক্তিদের রাস্তার পাশে পরে থাকতে দেখা যায়। এরপরই খবর দেওয়া হয় পুলিসের কাছে।পুলিস সূত্রে মৃত যুবকের নাম মিরাজ আলী। তার বাড়ি কোচবিহারে।বাকি দুজনের চিকিৎসা চলছে পাঁচকোলগুরী গ্রামীন হাসপাতালে।