গাইঘাটা: মুখ্যমন্ত্রী আসছেন সেই কারনে স্কুলের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না আগামী 24 এবং 25 তারিখ
মুখ্যমন্ত্রী আসছেন সেই কারনে আগামী দুদিন স্কুলের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না তাই আগামী 24 এবং 25 তারিখ চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের সমস্ত ক্লাসের পরীক্ষার দিন পরিবর্তন পাশাপাশি স্কুল বন্ধ থাকবে এমনি একটি নোটিশ ঘীরে চলছে বিতর্ক।