রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতগামী নতুন ট্রেন চালুর অনুমোদন মিলেছে বলে শুক্রবার জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। দীর্ঘদিন ধরে জেলার মানুষের চিকিৎসা ও যাতায়াতের স্বার্থে এই ট্রেনের দাবি ছিল। সম্প্রতি সাংসদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে সেই দাবি তুলে ধরেন। সূত্রের খবর, শীঘ্রই ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রতি সপ্তাহে রবিবার রাধিকাপুর থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে এবং বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে রাধিকাপুরের উদ্দেশ্যে ট্রেনটি চলবে।