ময়ূরেশ্বর ২: উচপুরে মদের দোকানে জানালা কেটে চুরি টাকা সহ মাদকদ্রব্য, ভাইরাল চুরির ভিডিও
মদের দোকানের জানালা কেটে চুরি হয়েছে মাদকদ্রব্য সহ নগদ টাকা, এমনই জানা যাচ্ছে মদের দোকান কর্তৃপক্ষের কাছে। সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে ময়ূরেশ্বর এলাকায় শুক্রবার রাত্রি প্রায় ১: ৪৭ নাগাদ এক যুবক সেই দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পকেটে ভরছে। সমাজ মাধ্যমে এমনই ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য।