উলুবেড়িয়া ২: বাউড়িয়া লঞ্চ ঘাট সংলগ্ন গঙ্গার ঘাটে সোমবার সকালে অনুষ্ঠিত হল চৈতি ছটপুজো
সোমবার সকাল ৬টা থেকেই বাউড়িয়া লঞ্চ ঘাট সংলগ্ন গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হল চৈতি ছটপুজো। ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় জমল ভক্তদের। রীতিনীতি মেনে পুজো পাঠের অনুষ্ঠানে সামিল হলেন কয়েকশো মানুষ।