ময়ূরেশ্বর ২: নবান্ন উৎসব পার হতেই শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জনের আয়োজন দাসপলসায়
নবান্ন উৎসব পার হয়েছে গত দুদিন আগেই তবে আজ রাতে শোভাযাত্রার মধ্য দিয়ে অন্নপূর্ণা প্রতিমা নিরঞ্জনের আয়োজন করল দাসপলসা পশ্চিমপাড়ার পুজো উদ্যোক্তারা। মূলত প্রত্যেক বছরের মত এ বছরও নবান্ন উৎসবকে কেন্দ্র করে দাসপলসার পশ্চিমপাড়ায় অন্নপূর্ণা পূজোর আয়োজন করা হয়। আর সেই উৎসব পার হতেই আজ রাতে পুরো গ্রাম জুড়ে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জনের আয়োজন করল দাসপলসা পশ্চিমপাড়া পুজো কমিটি।