শীতলকুচি: করা নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা, শীতলকুচির বিভিন্ন স্কুলে
রবিবার অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। শীতলকুচি ব্লকের মোট আটটি স্কুলে পরীক্ষাকেন্দ্র নির্ধারিত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে রয়েছে শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়, যেখানে প্রায় ৬০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন বলে জানা গেছে। এছাড়াও বিভিন্ন থানার সিভিক ভলেন্টিয়াররাও এদিন পরীক্ষায় অংশ নিয়েছেন। করা নিরাপত্তার মধ্য দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।