নারায়ণগড়: আম্বিডাঙ্গর এলাকায় পাখিকে বিষ খাইয়ে মারার ঘটনায় ঘটনাস্থলে এলো দমকলের একটি ইঞ্জিন
প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত আম্বি ডাঙ্গর এলাকায় জঙ্গলে গাছে ফলে বিষ মিশিয়ে প্রায় শতাধিক পাখি মারার অভিযোগ উঠে আসছে। ঘটনাস্থলে পৌঁছায় বেলদা বনদপ্তরের আধিকারিকরা। পাখি মারা যাওয়া উড়তে দমকলে খবর দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলা হলো বিষ মিশিয়ে দেওয়া গাছগুলি। ঘটনার স্থলে পৌঁছায় দমকলের একদিন ইঞ্জিন।