ইংরেজবাজার: মুসলিমপুর এলাকায় রাস্তার কাজের শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ
মালদার ইংরেজাবাজার ব্লকের যদুপুর-২নং অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিমপুর গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবী পূরণ হল মঙ্গলবার। গ্রামবাসীদের রাস্তার দাবী পূরণ করলেন মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ। মঙ্গলবার তিনি রাজ্য সরকারের অর্থানুকূল্যে মুসলিম এলাকায় সূচনা করলেন রাস্তার কাজের। প্রায় দেড় কোটি টাকা বরাদ্দে এদিন তিনি তিন কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করেন। স্বভাবতই রাস্তার কাজের শিলান্যাসে খুশির হাওয়া হয়ে যায় গোটা মুসলমিপুর গ্রাম জুড়ে।