খণ্ডঘোষ: এস আই আর এর ক্ষেত্রে সাধারণ মানুষকে সহায়তা প্রদান করতে ক্যাম্পে পরিদর্শন করলেন খন্ডঘোষে বিধায়ক
গত চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এস আই আর প্রক্রিয়া, বাড়ি বাড়ি বিএলওদের পক্ষ থেকে পৌঁছে দেয়া হচ্ছে এনুমারেশন ফর্ম। আর যে সকল মানুষজনেরা এই ফরম ফিলাপ করতে অসুবিধার মধ্যে পড়ছে তাদের পাশে সহায়তা করতে এগিয়ে আসলো বিধায়ক সহ একাধিক জন প্রতিনিধিরা খন্ডঘোষের একাধিক এলাকায় ক্যাম্পে উপস্থিত হয়ে সহায়তা প্রদান করলেন এ দিন।