ইটাহার: ৭ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোডশোকে কেন্দ্র করে ইটাহার সদর এলাকায় হোডিং, ব্যানার, কার্ট আউট ও পতাকায় ছয়লাপ
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রায় ৩ হাজার হোডিং, ব্যনার, কার্টআউট ও ১০ হজার দলীয় পতাকায় ছয়লাপ ইটাহার। রোডশোয়ের রুট থেকে হেলিপ্যাডে বসানো হয়েছে অস্থায়ী সিসি ক্যামেরা। শেষ মূহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যস্ত MLA মোশারফ হোসেন সহ ব্লক তৃণমূল নেতৃত্বরা। এমনকি রাস্তার ধারে কর্মীদের সঙ্গে পতাকা বাঁধলেন খোদ বিধায়ক। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করতে মঙ্গলবার ইটাহার BDO অফিস প্রাঙ্গণে উচ্চ পর্যায়ের বৈঠক করেন পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।