কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের বোগ্রামে রাস্তা মেরামতির কাজের শুভ সুভনা করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কর্মসুচীতে উপস্থিত ছিলেন স্থানিয় বাসিন্দারা, বোগ্রাম এলাকার জন প্রতিনিধিরা সহ বিশিষ্ট ব্যক্তিরা। রবিবার বিকালে ফিতা কেটে এই কাজের শুভ উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বোগ্রামের কো অপারেটিভ মোড় থেকে স্থানীয় পান পাড়া কালীবাড়ি পর্যন্ত এই রাস্তার বেহাল দশা ছিল দীর্ঘদিন থেকে। এলাকাবাসী এই রাস্তা মেরামতের জন্য বিধায়কের দারস্থ হয়েছিলেন।