আন্তর্জাতিক কোচ-রাজবংশী সাংস্কৃতিক সমারোহর শুভ সুচনা হলো রায়গঞ্জের মেহেন্দীগ্রামে। উপস্থিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা সহ রাজ্য ও ভিন রাজ্যের বিশিষ্টরা। শনিবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বলেন, রাজবংশী ভাষা শিক্ষক সমিতি ব্যবস্থাপনায় এই সাংস্কৃতিক সমারহের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে মঙ্গলযাত্রার মাধ্যমে এই কর্মসুচী শুরু হয়। অনুষ্ঠান চলবে রবিবার রাত অবধি।