বুধবার দুপুর ৩: ৩০মিঃ ভারত সংস্কৃতি উৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন করলেন উৎসবের সচিব পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার মহাশয়। ১৮ তম বর্ষে পদার্পণ করবে এই ভারত সংস্কৃতি উৎসব যা আগামীকাল বৃহস্পতিবার সকাল ন'টা থেকে একটি শোভাযাত্রা বের হবে বর্ধমান টাউন হল থেকে। শোভাযাত্রাটি টাউন হল থেকে বের হয়ে ঢাল দিকে পেট্রোল পাম্প রানীগঞ্জ বাজার মোড় বি সি রোড কার্জন গেট হয়ে টাউন হলেই শেষ হবে। এবং বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন হবে বর্ধমান টাউন হল প্রাঙ্গনে।