রাজনগর: রাজনগরে তৃণমূলের বিক্ষোভে ফুঁসে উঠল ক্ষোভ, ‘নাম আছে তালিকায়, অথচ অ্যাপে নেই-দায় নেবেই কমিশন!’
২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকায় নাম থাকা সকলকেই বৈধ ভোটার হিসেবে গণ্য করার দাবিতে শুক্রবার রাজনগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি সুকুমার সাধু অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ভুলের কারণে বিএলও অ্যাপে বহু ভোটারের নাম ‘নো রেকর্ড ফাউন্ড’ দেখাচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।