রামপুরহাট ২: তারাপীঠের মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল
তারাপীঠের মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে বচসার জেরে পুণ্যার্থীদের উপর বেধড়ক হামলার ঘটনায় প্রকাশ্যে এল নতুন মোড়। ঘটনার আসল চিত্র ধরা পড়ল সিসিটিভি ফুটেজে, যা বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ফুটেজ সামনে আসতেই স্পষ্ট হয় বচসা তা শুরু হয়, তা মুহূর্তে রূপ নেয় ভয়াবহ মারধরে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতেই মন্দির চত্বরে বিহার থেকে আগত একদল পুণ্যার্থীর সঙ্গে দুই দোকানদারের কথাকাটাকাটি হয়। অভিযোগ।