মঙ্গলকোট: শহীদ পূর্ণিমা মাঝি ও দিলীপ ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হল মঙ্গলকোটের খেঁড়ুয়ায়, শহীদ বেদীতে পুষ্পস্তবক নিবেদন করা হয়
শহীদ পূর্ণিমা মাঝি ও দিলীপ ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হল মঙ্গলকোটের খেঁড়ুয়ায়। শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ ওই স্মরণসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের পুরনো কর্মীরা। তারা শহীদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, সিপিআইএমের হার্মাদ বাহিনীর হাতে ২০১০ সালে খুন হন পূর্ণিমা মাঝি এবং ২০১১ সালে নিহত হন দিলীপ ঘোষ। ফলতো আজকের এই বিশেষ দিনে সিপিআইএমের সেই অত্যাচার ফের একবার স্মরণ করিয়ে দেন তৃণমূল নেতারা।