পান্ডুয়া: সন্ধ্যা প্রদীপ থেকে বাড়িতে আগুন, চাঞ্চল্য পান্ডুয়া নিরোধগর এলাকায়
Pandua, Hooghly | Nov 28, 2025 সন্ধ্যা প্রদীপ থেকে বাড়িতে আগুন, চাঞ্চল্য পান্ডুয়া নিরোধগর এলাকায়। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় এদিন পান্ডুয়া নিরোধগর এলাকায় পিন্টু দত্ত নামে এক ব্যক্তির বাড়িতে সন্ধ্যা প্রদীপ দিয়েছিল তার স্ত্রী সরস্বতী দত্ত। ঘরে ছিল তার বছর ১৩ র কন্যা এবং বছর দুয়েকের পুত্র সন্তান। বছর দুয়েকের শিশুটি, ঘরে তখন ঘুমাচ্ছিল হঠাৎই ঘরের ভেতর দাও দাও করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয় সরস্বতী দেবী চিৎকার করে,,