রাজ্য সরকারের গত ১৫ বছরের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরে হরিশ্চন্দ্রপুর বিধানসভার নয়টি অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যাবে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো।নয়টি ট্যাবলোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। দলীয় নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধির সকলকে সাথে নিয়ে সবুজ পতাকা দেখিয়ে এই ট্যাবলো গুলির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। সাধারণ মানুষের কাছে সার্বিক কাজের খতিয়ান তুলে ধরবে এই ট্যাবল গুলির মাধ্যমে।