ময়ূরেশ্বর ২: SIR নিয়ে বিশেষ আলোচনা সভা ষাটপলসায় , উপস্থিত অনুব্রত
SIR সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ষাটপলসায় একটি আলোচনা সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর সেখানেই আজ উপস্থিত ছিলেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। মূলত আজ তৃণমূলের ব্লক নেতৃত্বদের পাশাপাশি ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার BLA দের সঙ্গে নিয়ে বিশেষ আলোচনা করলেন অনুব্রত মণ্ডল। এখনো পর্যন্ত কোন এলাকায় কোন পরিস্থিতির মধ্য দিয়ে ভোটার সংশোধন তালিকা কতগুলি ফিলাপ হয়েছে কত কি আপলোড হয়েছে সেগুলো নিয়েই বিশেষ আলোচনা করা হলো আজ বৈকালে।